আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচনে ব্যবহার হচ্ছে ড্রোন

শুরু হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। দেশটির প্রায় ৯৭ কোটি ভোটার ৭ দফায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। প্রথম দফায় শুক্রবার (১৯ এপ্রিল) ১০২ লোকসভা আসনের ভোট নেয়া হবে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।  কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিশ সিআইএসএফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

পাশাপাশি আকাশপথে এবং ড্রোনের সাহায্যেও নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। মাওবাদী অধ্যুষিত এলাকার নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে নিরাপত্তা বাহিনী ব্যবহার করছে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ড্রোন। খবর- টাইমস অফ ইন্ডিয়া

 

এ সম্পর্কিত আরও পড়ুন