এবার লেবাননে হামলা ইসরাইলের
এবার লেবাননে হামলা চালানো ইসরাইলি বাহিনী। শুক্রবার (১৯ এপ্রিল) হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননের আয়তা আশ শাব গ্রামে এ হামলা চালানো হয়।
ইসরাইলি বাহিনীর বরাতে হারেৎজ পত্রিকা এ তথ্য জানায়।
হিজবুল্লাহ হলো লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন। দলটির জিহাদ কাউন্সিল নামক সামরিক শাখা এবং লয়ালটি টু দ্য রেসিস্ট্যান্স ব্লক নামক রাজনৈতিক শাখা রয়েছে। ইরানের সাথে দলটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো লেবাননের হেজবুল্লাহ। ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে ইসরাইলের সঙ্গে তাদের গোলাগুলি চলছে।