ইসরাইলকে আবারও কঠিন জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের
ইসরাইলকে আবারও জবাব দেয়ার হুঁশিয়ারি দিলো ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে, তবে ইরান এর তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে।
শুক্রবার (১৯ এপ্রিল) এনবিসি নিউজকে দোভাষীর মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির এ হুঁশিয়ারি দেন। খবর- রয়টার্স
তিনি বলেন, ‘ইসরায়েল যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় ও ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তবে আমাদের পরবর্তী সাড়া হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের।’
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরান তা অস্বীকার করে জানায়, ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা হলেও তা ভূপাতিত করা হয়েছে।