আন্তর্জাতিক

সন্তান ও নাতি-নাতনিকে হত্যা-যে কারণে হানিয়া তুরস্কে গেলেন

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া শুক্রবার সন্ধ্যায় তুরস্কে পৌঁছেছেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাথে  বৈঠকের কথা রয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া তুরস্কে গেলেন। খবর- আরব নিউজ

গেলো শুক্রবার হামাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান ও হানিয়া চলমান গাজা সংঘাত নিয়ে আলোচনা করবেন। তুরস্ক সফরে তাঁর সঙ্গে হামাসের একটি প্রতিনিধিদল রয়েছে।

গেলো কিছুদিন আগে ইসরাইলি হামলায় ইসমাইল হানিয়ার তিন সন্তান ও তিন নাতি-নাতনি নিহত হয়। এই ঘটনার পরে হানিয়া প্রতিশোধ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন