কমবে অফিস সময়, না-কি ওয়ার্ক ফ্রম হোম
জ্বালানি তেলের লোকসান কমাতে অফিসের সময় কমানো হবে নাকি বাসা থেকে করা হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই নেবে সরকার। বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, অফিসে যতটুকু না করলেই নয় এমনভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি চিন্তা করা হচ্ছে। অফিসের সময় কমানো হতে পারে। অথবা হতে পারে ওয়ার্ক ফ্রম হোম। সপ্তাহ খানেকের মধ্যে এ ব্যাপারে জানানো হবে।মানুষের কষ্ট যাতে না হয় সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত আসবে।
প্রতিমন্ত্রী বরেন, কেউ বলছে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা বা ৪টা পর্যন্ত করতে। তবে এটা এখনও চূড়ান্ত হয়নি।
ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। যেটা করলে ভালো হয় সেটাই হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত নেয়া হবে।
তাসনিয়া রহমান