গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
গাইবান্ধা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির রাসেল ওই গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
আজ সোমবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টোনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) ওয়াহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, আব্দুল আজিজ একজন ভ্যানচালক। চুরির হাত থেকে রক্ষাপেতে রোববার রাতে আব্দুল আজিজ তার জীবিকার সম্বল রিক্সা-ভ্যানটিতে ইলেকট্রিক সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন।
পরদিন সকাল সাড়ে নয়টার দিকে ইলেকট্রিক সংযোগ খুলে দেওয়ার আগেই শিশু রাসেল সেখানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।