আইন-বিচার

বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

দুদকে ধাক্কা না দিলে কোনো কাজ হয় না। সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে। মন্তব্য করলেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন।

রোববার (২১ এপ্রিল) বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সুমন। পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল ১ মাস ধরে আলোচনায়। একাধিক গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন হলেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ নিয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘বড় জিনিস দেখলে দুদক চুপসে যেতে চায়, ধাক্কা দিলেও স্টার্ট হয় না। বেনজীরের বিরুদ্ধে তদন্ত না হলে পুলিশের সৎ কর্মকর্তারাও হতাশ হবেন’।

তিনি আরও বলেন, ‘নতুন এমপি হওয়ার কারণে আমাকে ন্যাম ভবনে রুমও কম দেয়া হয়েছে। জীবন-যৌবন ঝুঁকিতে ফেলে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি মানুষের সামনে এনেছি। কতটুকু করতে পারবো জানি না, তবে বলতে পারবো আমি চেষ্টা করছি।’

এদিকে, দুদক বলছে, ব্যারিস্টার সুমনের আবেদন ও সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন।

শনিবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দেন বেনজীর আহমেদ।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন