প্যারিসে বারে বন্দুকধারীর হামলা, হতাহত ৫
প্যারিসের একটি বারে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছে। দুই হামলাকারীর একজন পুলিশের হাতে ধরা পড়েছে।
স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) রাতে ফ্রান্সের রাজধানীর ১১তম অ্যারোন্ডিসমেন্টে এ ঘটনা ঘটে। সূত্র : এএনআই
স্থানীয় মেয়র ফ্রাঙ্কোইস ভগলিনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা স্পুটনিক।
বন্দুক হামলার বিষয়টি নিশ্চিত করে ওই অ্যারোন্ডিসমেন্টের মেয়র বলেন, হামলাকারীদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, এই বর্বর হামলার উদ্দেশ্য জানা যায়নি।
ভগলিন বলেন, রুই পপিনকোর্টে (প্যারিস১১-এ) শিশা বারে আজ সন্ধ্যায় একটি বন্দুকযুদ্ধে একজন নিহত এবং চারজন আহত হয়েছে।
তিনি বলেন, জাতীয় পুলিশ ‘খুব সক্রিয়ভাবে’ অপর শুটারের সন্ধান করছে। স্থানীয় বাসিন্দা বা প্রত্যক্ষদর্শীদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি মেডিকো-সাইকোলজিক্যাল সেল (চিকিৎসা পরামর্শ কেন্দ্র) খোলা হবে।