আর্কাইভ থেকে বাংলাদেশ

ইউরোপে তীব্র দাবানল: পর্তুগাল-স্পেনে মোট মৃত্যু ১১৬৯

ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপ। প্রতিদিনই বাড়ছে এ দাবানলের ভয়াবহতা। আর তা ছড়িয়ে পরেছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন, গ্রিস, ক্রোয়েশিয়া ও মরক্কোতে। দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি পর্তুগাল ও স্পেনে। কমার কোনো লক্ষণ নেই এ দাবানলের।

সপ্তাহখানেক ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা। অতিরিক্ত গরম থেকে সৃষ্ট এ দাবানলে বাড়ছে হতাহতের সংখ্যা। সাম্প্রতিক সময়ের দাবানলে পর্তুগাল ও স্পেনে অন্তত এক হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবিসি নিউজের খবরে বলা হয়েছে, স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে—১০ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত দেশটিতে তাপজনিত সমস্যায় কমপক্ষে ৫১০ জন মারা গেছেন।

অন্যদিকে, পর্তুগালের কর্মকর্তারা জানিয়েছেন—৭ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে দেশটিতে তাপজনিত কারণে ৬৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গেলো শুক্রবার (১৫ জুলাই) এক দিনে দেশটিতে মারা গেছেন ২৭৩ জন।

স্পেনে গেলো সোমবার (১৮ জুলাই) সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) যুক্তরাজ্যে সবোর্চ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে গেছে। এদিন যুক্তরাজ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রচণ্ড তাপে বেঁকে গেছে রেললাইন। লন্ডনের চারপাশের বেশ কয়েকটি এলাকাজুড়ে দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুন। জ্বলেপুড়ে ছারখার হচ্ছে ঘরবাড়ি। রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।

যুক্তরাজ্যে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ২০১৯ সালের জুলাইয়ে কেমব্রিজে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু, মঙ্গলবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রাথমিকভাবে রেকর্ড করা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা ২০১৯ সালের ওই রেকর্ড ভেঙে দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিংকনশায়ারে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। তাপমাত্রা আরও বাড়ছে।

ফ্রান্সে এরই মধ্যে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেছে। ফ্রান্সের আবহাওয়া অফিস জানিয়েছে, ফ্রান্সের পশ্চিমের শহর নান্তেসে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গেলো সোমবার নেদারল্যান্ডসে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে জার্মানি ও বেলজিয়ামে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গেলো বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন