এমভি আব্দুল্লাহর নাবিকরা আমিরাতে সুস্থ আছেন, সংবাদ সম্মেলনে বাংলাদেশি রাষ্ট্রদূত
‘সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকরা সংযুক্ত আরব আমিরাতে সুস্থ আছেন এবং তাদের মনোবলও ভাল আছে। জাহাজটিও অক্ষত আছে। বাংলাদেশ মিশন তাদের সব ধরণের সহযোগিতায় কাজ করবে।’
সোমবার (২২ এপ্রিল) বিকেলে সংযুক্ত আমিরাতের আজমান প্রদেশে রেডিসন ব্লু হোটেলে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাহাজের মালিক পক্ষের প্রতিনিধিরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহরিয়ার জাহান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘জলদস্যুরা আমাদের নাবিকদের উপর কোন অমানবিক আচরণ করেনি। আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনসহ আমিরাতের প্রশাসনিক কর্মকর্তারা যেভাবে সহযোগিতা করেছেন বা করে যাচ্ছেন তাতে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংযুক্ত আরব আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি (মিডিয়া) মোহাম্মদ আরিফুল রহমান, ফার্স্ট সেক্রেটারি বদরুল আলম বিদ্যুৎ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১২ মার্চ ভারত মহাসাগরে প্রায় অর্ধশত সোমালি জলদস্যু বাংলাদেশের পতাকাবাহী এমভি আবদুল্লাহ জাহাজটিকে জিম্মি করে। এরপর মুক্তিপণ নিয়ে ১৩ এপ্রিল জাহাজটিকে মুক্তি দিলে গত রোববার আরব আমিরাতে এসে পৌঁছে।