আন্তর্জাতিক

আবারও ইসরাইলের তাণ্ডব

গাজার উত্তরাঞ্চলে আবারও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসব এলাকা থেকে বেশ কিছুদিন আগে বেশির ভাগ স্থলসেনা প্রত্যাহার করে নিয়েছিলো ইসরাইল। নতুন করে এ হামলা বাড়ি ঘরে ফিরতে থাকা ফিলিস্তিনিদের জন্য এক বড় আঘাত। খবর- রয়টার্স

ট্যাংক দিয়ে বেইত হানুনের পূর্ব দিকে এ হামলা চালানো হয়। তবে এদিন শহরের বেশি ভিতরে যেতে পারেনি ইসরাইলি নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে ইসরাইলের দক্ষিণে সীমান্ত এলাকার দিকে রকেট হামলা হয়েছে। হামলার সময় সাইরেন বেজে উঠে। আর এ হামলা এমন সময় হলো যখন ইহুদিদের পাসওভার  উৎসব উপলক্ষ্যে ইসরাইলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এ হামলায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন