দেশজুড়ে

জেলেদের জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের সোর্ড ফিশ

কক্সবাজারের টেকনাফ বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায় ৪০০কেজি ওজনের বিশাল প্রজাতির একটি তলোয়ার মাছ (সোর্ড ফিশ) ধরা পড়েছে। স্থানীয় জেলে আবু তৈয়ুবের জালে মাছটি ধরা পড়ে বলে জানা যায়। কোনো কোনো দেশে মাছটি 'ব্রডবিল' নামেও পরিচিত।

বুধবার (২৪ এপ্রিল) সকালে টেকনাফের শামলাপুর পুরানপাড়া ঘাটের জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

মাছ ক্রেতা ধলা মিয়া জানান, সকালে স্থানীয় জেলে আবু তৈয়ুবের জালে মাছটি ধরা পড়ে। মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করি। এর ওজন প্রায় ৪০০ কেজি, লম্বায় প্রায় ২৫ ফুট। মাছটি কেটে প্যাকেটজাত করে শহরের বাজারে বিক্রি করা হবে। সুস্বাদু মাছ হিসেবে শহরের বাজারে মাছটির সুনাম রয়েছে।

উল্লেখ্য, যাযাবর প্রজাতির এ মাছটি শিকারি মাছ হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে। সমুদ্রের সবচেয়ে দ্রুতগামী মাছদের মধ্যে এটি একটি। এটি ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন