দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী গ্রেপ্তার
সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তারের আগে তাকে প্রায় ২৭ ঘণ্টা একটানা জেরা করা হয়। তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে।
আজ শনিবার (২৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে।
এদিকে গ্রেপ্তার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কেও। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ প্রায় ২১ কোটি রুপি ও প্রায় ৫০ লাখ রুপির স্বর্ণ।
জানা যায়, সিজিও কমপ্লেক্সে আনার পর মেডিকেল করা হবে তাদের। এরপর তোলা হবে আদালতে।
ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে রিমান্ডে চাওয়া হবে তাদের।
কলকাতায় তদন্ত ও জিজ্ঞাসাবাদে সমস্যা হলে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে।
মির্জা রুমন