খেলাধুলা

ঐতিহাসিক ঘড়ির সামনে বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন

সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জোতি এবং তার ভারতীয় প্রতিপক্ষ হরমনপ্রীত কৌর।

আগামীকাল রোববার (২৮ এপ্রিল) সিরিজের প্রথম ম্যাচে সিলেটে  মাঠে নামবে দুই দল। দুই প্রতিবেশী দেশের সবগুলো ম্যাচই হবে চায়ের শহরে।

সিরিজের পরের ম্যাচগুলো যথাক্রমে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। সিরিজের সব ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।

এদিকে মাঠে নামার আগে গেলো শুক্রবার সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলাদেশের মেয়েরা। অনুশীলন শেষে সহ-অধিনায়ক নাহিদা আক্তার প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তাঁরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছেন। আরো একটা দিন আছে, ভালো প্রস্তুতির বিষয়ে আশাবাদি তিনি।

নাহিদা বলেন, তাঁদের চেষ্টা থাকবে ভালো খেলে কিভাবে আমরা জয়লাভ করা যায়।দল ভালো ছন্দে আছে, যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারা যায়, তাহলে ভালো কিছু করতে পারবেন।

প্রসঙ্গত, গেলো বছর জুলাই মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র এবং টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ জিতেছিলো বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন