আর্কাইভ থেকে বাংলাদেশ

এবার মাঙ্কিপক্সে দুই শিশু আক্রান্ত

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে দুই শিশু। গেলো শুক্রবার (২২ জুলাই)   তথ্য নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ এবং নিরাময় বিষয়ক সংস্থা, সিডিসি। 

আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সিডিসি জানায়,  ওই দুই শিশুর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি কোনোভাবেই পরস্পর সম্পর্কিত নয়। ধারণা করা হচ্ছে, ওই দুজন তাঁদের পরিবারের কোনো সদস্যের মাধ্যমেই সংক্রমিত হয়েছেন। 

সিডিসি আরও জানান, শিশু দুটি সুস্থ আছে এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

শিশুদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় ৮ বছরের কম বয়সীদের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। শিশুদের জ্বরের তাপমাত্রাটা অনেক বেশি হয় ও বেশি দিন স্থায়ী হয়। জ্বরের ৩-৪ দিনের মাথায় গায়ে ফুসকুড়ি দেখা দেয়। চলতি বছরে এখন পর্যন্ত ৬০টি দেশে ১৪ হাজারে বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এছাড়া ৫ জনের মৃত্যু হয়েছে আফ্রিকায়।

মাঙ্কিপক্স হলো মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ। ১৯৫৮ সালে ল্যাবে বানরের মধ্যে আবিষ্কৃত হলে এরকম নাম পাওয়া যায়। মূলত আফ্রিকায় এই মাঙ্কিপক্স দেখা যায়, আফ্রিকার বৃষ্টিঅরণ্যে এর মূল উৎস।

 

এ সম্পর্কিত আরও পড়ুন