আর্কাইভ থেকে বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনকে গালি মনে করেন কিছু নেতারা : জিএম কাদের

সুষ্ঠু নির্বাচনের কথা বললেই কিছু রাজনৈতিক নেতা মনে করেন তাকে গালি দেয়া হয়েছে। দেশের মানুষ আর যেনতেন নির্বাচন চায় না। তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে চায়। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ।

আজ শনিবার (২৩ জুলাই) বনানী জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালযয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে শতকরা ৮০ ভাগ রাজনৈতিক দল ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিপক্ষে মতামত দিয়েছে । কিন্তু নির্বাচন কমিশন বারবার সভা ডেকে ইনিয়ে-বিনিয়ে ইভিএমের গুণাগুণ বর্ণনা করছে। নির্বাচন কমিশনের বোঝা উচিৎ দেশের মানুষ কোনো কারচুপির নির্বাচন গ্রহণ করবে না।

তিনি আরও বলেন,  পৃথিবীর বিভিন্ন দেশ ইভিএম বর্জন করছে  আর নির্বাচন কমিশন এর গুণগান শুরু করেছে। এতে, জনমনে এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এখনো দেশের সব ভোটার প্রার্থীর নাম পড়ে ভোট দিতে পারে না, মার্কা দেখে নির্বাচনে ভোট দেয়। এমন বাস্তবতায় ইভিএম-এ নির্বাচন আয়োজনের চেষ্টা দুরভিসন্ধি বলে মনে করছেন সাধারণ মানুষ। আমাদের রাজনৈতিক সংস্কৃকি পরিবর্তন করতে হবে।

বিপ্লব

এ সম্পর্কিত আরও পড়ুন