আন্তর্জাতিক

সমকামিতা রোধে ইরাকে কঠোর আইন পাস

সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করে শনিবার ইরাকের পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। এই আইনে সমকামিতার মত অপরাধে কেউ জড়িত থাকলে তার সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে। পাশাপাশি সমকামিতা ও যৌনবৃত্তির প্রচার-প্রচারণা করলেও হতে পারে সাত বছরের জেল। খবর- রয়টার্স

তবে দেশটির অধিকারকর্মীরা বলছেন, ইরাকের এলজিবিটিকিউ সম্প্রদায়ের ওপর এটি সর্বশেষ আক্রমণের দৃষ্টান্ত।

বার্তা সংস্থা রয়টার্স নতুন এই আইনের একটি অনুলিপি পড়ে দেখেছে। সেখানে বলা হয়েছে, নৈতিক অবক্ষয় ও বিশ্বগ্রাসী সমকামিতার আহ্বান থেকে ইরাকি সমাজকে রক্ষা করতে নতুন এই আইন পাস করা হয়েছে।

প্রথমদিকে এই আইনের খসড়ায় সমকামিতার জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে তা সংশোধন করে ইরাকি সরকার।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন