আর্কাইভ থেকে বাংলাদেশ

১০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড গড়ে ফাইনালে ওঠেন আমুসান

যুক্তরাস্ট্রের ইউজেনিতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার হার্ডলস সেমিফাইনালে বিশ্বরেকর্ড গড়ে ফাইনালে ওঠলেন  টবি আমুসান। ১২.১২ সেকেন্ডে দৌড় শেষ করে এই পথে তিনি ভেঙেছেন ২০১৬ সালে যুক্তরাস্ট্রের কেন্দ্রা হ্যারিসনের গড়া ১২.২০ সেকেন্ডে এই ইভেন্টে দৌড় শেষ করার রেকর্ড।

২৫ বছর বয়সী এই স্প্রিন্টারই আগের দিন হিটেও আফ্রিকান রেকর্ড (১২.৪০ সেকেন্ড) গড়েন। ফাইনালে কাউকে পাত্তা না দিয়ে সোনার পদকও জিতে নেন আমুসান। ফাইনালে দৌড় শেষ করতে আরও কম সময় নেন আমুসান। ১২.০৬ সেকেন্ডে দৌড় শেষ করেন।

অ্যাথলেটিকসে তার প্রতিভা শৈশব থেকেই। আফ্রিকান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে রুপা জিতেছেন ১৬ বছর বয়সে। মহাদেশটির জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার হার্ডলসে সোনা জেতেন ১৮ বছর বয়সে।

ধারাভাষ্যকার টিম হাচিংস অবশ্য উত্তেজনা দমিয়ে রাখতে পারেননি। দৌড় শেষ হওয়ার পর বলছিলেন, ‘বিশ্বাসই হচ্ছে না। এক রাতেই দুটি বিশ্বরেকর্ড! নাইজেরিয়ার প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসও গড়ল। নিজের অমরত্ব নিশ্চিত করতে এর চেয়ে ভালো মঞ্চ আর হয় না।

 

এ সম্পর্কিত আরও পড়ুন