দেশজুড়ে

সারা দেশে হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

সারা দেশে তীব্র তাপপ্রবাহের ফলে  হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত হিটস্ট্রোকে ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতদের দুইজনের বাড়ি মাদারিপুরে ও একজনের বাড়ি চট্রগ্রাম জেলায়।

সোমবার (২৯ এপ্রিল) রাতে সারা দেশে হিট স্ট্রোকে  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেলো একদিনে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে নতুন করে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি। সবমিলিয়ে বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হিট স্ট্রোকে আক্রান্ত ৫ জন রোগী চিকিৎসাধীন আছেন।

এদিকে চলমান তীব্র তাপপ্রবাহ ৩০ এপ্রিল আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে, ফলে আরও অসহনীয় গরম অনুভূত হতে পারে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন