সবার ভালোবাসায় মুগ্ধ মিথিলা
গেলো ঈদে মুক্তিপ্রাপ্ত ‘কাজলরেখা’ সিনেমায় কঙ্কন দাসী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রাফিয়াথ রশিদ মিথিলাকে। এই সিনেমায় কাজ করে অভিনয়ের বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। দীর্ঘদিন বাংলা সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। তবে এবার বেশ কিছু সিনেমা আসছে তাঁর।
২৬ এপ্রিল রাতে বেশ কিছু দিন কানাডায় থাকার পর ঢাকায় এসেছেন এই অভিনেত্রী।
ঢাকা ও কলকাতা মিলে তার অভিনীত চারটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। বাংলাদেশে তিনি অভিনয় করেছেন অরুণ চৌধুরীর ‘জ্বলেজ্বলেতারা’ও লুবনা শারমিনের ‘নূলিয়া ছড়ির সোনার পাহাড়’।
অন্যদিকে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে অর্ণব মিদ্দারের ‘মেঘলা’ও দুলাল দের‘অরণ্যর প্রাচীন প্রবাদ’।
‘কাজল রেখার’ও ‘মুক্তি প্রতিক্ষীত’ এসব সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘কাজল রেখা’মুক্তির পর এখন পর্যন্ত যে অভূতপূর্ব সাড়া তিনি পেয়েছেন। যেহেতু প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করা, তাই একটু চিন্তাত ছিলেন।
কিন্তু যেভাবে সবার ভালোবাসা পাচ্ছেন, তাতে সত্যিই তিনি মুগ্ধ। আর মুক্তির অপেক্ষায় থাকা চারটি সিনেমা নিয়েই আশাবাদী তিনি। বিশেষত মেঘলায় তাকে নাম ভূমিকায় দেখা যাবে। বাকিগুলোরও গল্প এবং নির্মাণ এককথায় দুর্দান্ত।
জেড/এস