আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে গুলিতে নিহত আরও তিন বিক্ষোভকারী

মিয়ানমারে পুলিশের গুলিতে আরও তিন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবাধিকার সংস্থাগুলো। বৃহস্পতিবার বাগো মনিয়া শহরে এ ঘটনা ঘটে। এ নিয়ে গেল এক ফেব্রুয়ারি থেকে জান্তা সরকারের বাহিনীর হামলা ও গুলিতে নিহত হয়েছে ২শ' ২৪ জন।

এ অবস্থায় বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার ভার্চুয়ালি আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়ার পর প্রথম কোন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন তিনি। তবে সেখানে দেশটির চলমান সমস্যা নিয়ে কোন কথা বলেননি সেনা প্রধান।

এদিকে, জান্তা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্ষমতাচ্যুত আইনপ্রণেতারা।

সেনা অভ্যুত্থানের পর বিভিন্ন শহর এবং উপশহর থেকে মিয়ানমারের শত শত নাগরিক পালিয়ে প্রতিবেশি দেশ থাইল্যান্ড সীমান্তের দিকে ছুটছে। মায়ে সোত জেলার সীমান্তবর্তী এলাকায় প্রায় ৪৩ হাজার মানুষকে আশ্রয় দেওয়ার পরিকল্পনা নিয়েছে থাই সরকার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন