পুতিনের বাসভবনে ড্রোন হামলা
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা করেছে কিয়েভ। এমন অভিযোগ করেছে রাশিয়া।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ দাবি করেছেন, রাশিয়ার উত্তর-পশ্চিম নভগোরোদ অঞ্চলে পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে ৯১টি ড্রোন দিয়ে হামলা করেছে কিয়েভ। এসব ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে।
তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এই হামলা চালায়নি। মস্কো শান্তি আলোচনা ব্যহত করার চেষ্টা করছে।
এসএইচ//