দেশজুড়ে

টেকনাফে আইস ও ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবি'র চেকপোস্টে ১৬০ গ্রাম আইস ও ৬ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইউনুস টেকনাফের রুহুল্যার ডেফা এলাকার বশির আহমেদের ছেলে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শীলখালী চেকপোস্ট হতে তাকে আটক করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ- কক্সবাজার মহাসড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার হওয়ার খবরে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্ট বসায় বিজিবি।

এসময় সন্দেহজনক একটি প্রাইভেটকার তল্লাশি চালানো হয়। গাড়ির চালকের স্বীকারোক্তিতে চালকের বাম পাশের সীট বেল্টের প্লাস্টিক কাভারের নিচে লুকায়িত অবস্থায় ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার মোবাইল ফোন ও প্রাইভেট কার জব্দ করা হয়।

মহিউদ্দীন আহমেদ জানান, আটককৃত মাদক কারবারিকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা, প্রাইভেটকার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন