আর্কাইভ থেকে করোনা ভাইরাস

আবারো অক্সফোর্ডের টিকার ব্যবহার শুরু হচ্ছে ইউরোপের ১৩ দেশে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি নভেল করোনাভাইরাসের টিকার ব্যবহারে স্থগিতাদেশ তুলে নিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত নেতৃস্থানীয় দেশগুলো। অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার খবরে টিকাটির ব্যবহার স্থগিত করেছিল ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডসসহ ইউরোপীয় জোটভুক্ত ১৩টি দেশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি-ইএমএ ইতিবাচক রিভিউ পেয়ে আশ্বস্ত হয়েছে দেশগুলো। তবে যার যার সুবিধামতো সময়ে টিকা দেওয়া শুরু করবে সদস্য দেশগুলো। শুক্রবার থেকে অক্সফোর্ড ভ্যাকসিন আবারও দেওয়া শুরু করবে ইটালি। আগামী সপ্তাহ থেকে টিকা শুরু করবে স্পেন। টিকার বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে সুইডেন। অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ দাবি করে শুক্রবার প্রথম ডোজ নেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে আগের অবস্থানেই রয়েছে জার্মানি। জার্মান সরকারের উপ-মুখপাত্র আলরাইক ডেমার বলেছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন বন্ধের সিদ্ধান্ত বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছিলো। ভ্যাকসিন নিয়ে সব সংশয় দূর হলে প্রয়োগে কোনো বাধা দেওয়া হবে না বলে জানানো হয়।

ইএমএ জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ এবং কার্যকর। রক্ত জমাট বাঁধার উচ্চ ঝুঁকির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

বৃহস্পতিবার ইউরোপের দেশগুলোকে টিকাটি ব্যবহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। আজ শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে রিভিউ প্রকাশ করবে সংস্থাটি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন