ফুটবল

ছবি তুলতে ফটোগ্রাফার নিয়োগ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের

বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে প্রথম গোল পান ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড অ্যান্তোনি। ৮৫ মিলিয়নে ইংলিশ ক্লাবটিতে নাম লিখিয়ে ‘চূড়ান্ত ফ্লপ’ হওয়া এই ব্রাজিলিয়ান কেবল গোলের জন্যই নয়, গোলের পর করা উদ্‌যাপনের জন্যও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন।

গোলের পর অ্যান্তোনি একটি বল নিয়ে তার জার্সির ভিতর ঢুকিয়ে পেটের দিকে ইঙ্গিত করেন। তারপর একজন ফটোগ্রাফারের কাছে যান। সেই ফটোগ্রাফার তাকে একটি ‘সোনিক দ্য হেজহগ’ খেলনা দেন। এরপর সেটি নিয়ে উদ্‌যাপন করেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান- এর মতে , অ্যান্তোনি প্রায় পুরো মৌসুম ধরে এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং সোনিক খেলনাটি প্রথম প্রিমিয়ার লিগের হোম ম্যাচ থেকে ফটোগ্রাফার সহ রেখেছেন। আশায় ছিলেন একবার হলেও তিনি এই উদ্‌যাপন করতে পারবেন।

অ্যান্তোনি মৌসুমের শেষ দিকে এসে প্রথমবার জাল খুঁজে পেলেন। এরপরই সেই উদযাপনটি করলেন। ২৪ বছর বয়সী অ্যান্তোনির এমন উদ্‌যাপন করেছিলেন তার ছেলেকে উৎসর্গ করে। সোনিক অ্যান্তোনির ছেলে লরেঞ্জোর প্রিয় কার্টুন। আর জার্সি ভিতর বল নেওয়ার কারণ ছিল তার গর্ভবতী বান্ধবীর প্রতি শ্রদ্ধা।

এ সম্পর্কিত আরও পড়ুন