আন্তর্জাতিক

গ্রেপ্তারি পরোয়ানা শঙ্কার মধ্যেই হুঙ্কার দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির শঙ্কার মধ্যেই আগাম হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তার বিরুদ্ধে গ্রেফ্তারি পরোয়ানা জারি হলে তা হবে ঐতিহাসিক কেলেঙ্কারি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগে আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) কমান্ডার ও রাষ্ট্রীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। এই আশঙ্কা যদি বাস্তবে সত্য হয় তবে  তা হবে একটি ঐতিহাসিক মাপের কেলেঙ্কারি।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটি বিষয় আমি পরিষ্কার করতে চাই, হেগ বা অন্য কোথাও নেওয়া কোনো সিদ্ধান্তই হামাসের বিরুদ্ধে যুদ্ধের সব লক্ষ্য অর্জনে আমাদের সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না। সব ইসরাইলি জিম্মিদের মুক্তি, হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় এবং ইসরাইলের জন্য গাজা আর কখনও হুমকি হয়ে উঠতে পারবে না তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

এ সম্পর্কিত আরও পড়ুন