ক্রিকেট

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারত নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ নারী দল। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। অন্যদিকে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে সফরকারীদের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত। ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।

বৃহস্পতিবার (২ মে) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতেছেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কর।

গেলো ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সুলতানা খাতুনের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফা খাতুন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে ভারত।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শরিফা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি।

ভারত একাদশ: হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিকা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন