দেশজুড়ে

বাঘাইছড়িতে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার নামক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে  সারাদেশের সঙ্গে বাঘাইছড়ির যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (৩ মে) ভোরে ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের ওপর পাহাড় ধসের ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার।

ইউএনও জানান, ভারী বৃষ্টিতে পাহাড় ধসের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে মাটি সরানোর কাজ চলছে।

স্থানীয়রা জানান, পাহাড় ধসের ফলে সকাল থেকে কোনো যানবাহন বাঘাইছড়ি ছেড়ে আসতে পারেনি এবং বাঘাইছড়িতে ঢুকতেও পারেনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন