ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টারসহ তিনজন বরখাস্ত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার ও দুই পয়েন্টসম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার তিন ঘন্টা পর উত্তর পশ্চিম বঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে
শুক্রবার (৩ মে) তিনজনকে বরখাস্ত করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী।
এদিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শিডিউল বিপর্যয়ের ৩ ঘণ্টা পর গন্তব্যে ছেড়ে গেছে অগ্নিবীণা এক্সপ্রেস। এখন আর কোনও ট্রেন আটকে নেই।
জয়দেবপুর স্টেশনের বর্তমান স্টেশন মাস্টার জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনে আউটার সিগন্যালের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনার পর জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. হাশেম, পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আই/এ