আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে ঢুকে পড়লো রুশ বাহিনী

হুমকির মুখে আফ্রিকাতে আমেরিকার আধিপত্য। মহাদেশটিতে ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে রাশিয়া ও চীন।

এবার আফ্রিকার দেশ নাইজারে একটি বিমান ঘাঁটিতে প্রবেশ করেছে রুশ সেনারা। সেখানে অনেক আগ থেকেই অবস্থান করছিলো আমেরিকার একটি সেনাবহর। খবর বিবিসির

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নাইজারের একটি বিমান ঘাঁটিতে রুশ সেনা মোতায়েন করা হয়েছে, যেখানে আমেরিকান সৈন্যরা অবস্থান করছে।

নাইজারের সামরিক শাসকরা দেশে ইসলামি বিদ্রোহীদের প্রতিরোধে নিয়োজিত সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেয়ার পরে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

রুশ বাহিনী নাইজারের রাজধানী নিয়ামে বিমানঘাঁটিতে অবস্থান নিলেও সেখানে আগে থেকেই থাকা মার্কিন সেনাদের সঙ্গে কোনো ধরনের মেলামেশা করা থেকে বিরত রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রাশিয়া মার্কিন বাহিনীর জন্য কোন ঝুঁকি তৈরি করেনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন