আর্কাইভ থেকে বাংলাদেশ

অসামাজিক কাজের অভিযোগে ১০ শিক্ষার্থী আটক

পাবনায় আবাসিক হোটেল ইভিনিং টাচ-১ এ অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার সময় ১০ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সোনাপট্টির প্রেসক্লাব গলির ইভিনিং টাচ আবাসিক হোটেল-১-এ এ অভিযান চালানো হয়। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিবি পুলিশ।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সেখানে অনৈতিক কর্মকাণ্ড হয়, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজের সময় ১০ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদেরকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অভিযানের সময় হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছে। অনৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে এ অভিযান চলবে বলেও তিনি জানান।

জানা গেছে, পাবনার আবাসিক হোটেলগুলো যেন অনৈতিক কাজের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। শহরের বেশিরভাগ হোটেলই ঘণ্টা প্রতি উচ্চমূল্যে চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে এসব ব্যবসা চালাচ্ছে। এতে খুব সহজেই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীরা।

এর আগেও এ হোটেলটির আরেকটি শাখা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার ইভিনিং টাচ আবাসিক হোটেল-২-এ অভিযান চালিয়ে বেশ কয়েক জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটক করেছিল ডিবি। অভিযানের সময় বন্ধ হলেও মালিকপক্ষ প্রভাবশালী হওয়ায় কয়েকদিন পরই আবারও এসব হোটেলে অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়।

 

বিআ

এ সম্পর্কিত আরও পড়ুন