শিখদের ধর্মগ্রন্থ ছেঁড়ার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
শিখদের পবিত্র ধর্মগ্রন্থ ‘গুরু গ্রন্থ সাহিব ছেঁড়ার অভিযোগে ভারতে ১৯ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।শনিবার (৪ মে) পাঞ্জাবের ফিরোজিপুর এলাকায় এ ঘটনা ঘটে ।
বকশিশ সিং নামে ওই যুবক বান্দালায় বাবা বীর সিং গুরুদ্বারে ধর্মীয় গ্রন্থের পাতা ছেঁড়ার পর তাকে জনতা ধরে প্রচণ্ড মারধর করে। খবর- এনডিটিভি
ধর্মগ্রন্থ ছেঁড়ার কারণে বকশিশ সিংয়ের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
তবে বকশিশের বাবা লখিন্দর সিং দাবি করেছেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন ছিল এবং গত দুই বছর ধরে সে ওষুধ সেবন করছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কিছু লোক রক্তাক্ত বকশিশ সিংকে ঘিরে রেখেছে এবং তার হাত বেঁধে রেখেছে।পুলিশ সেখান থেকে উদ্ধার করে হাসপাতেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশের ডিএসপি সুখিন্দর সিং বলেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এনএস/