আন্তর্জাতিক

ইসরাইলে আল জাজিরার সম্প্রচার বন্ধ  

ইসরাইলে বন্ধ হয়ে গেলো কাতারভিত্তিক টেলিভিশন চ্যালেন আল জাজিরার। রোববার (৫ মে) ইসরাইলের মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে আল জাজিরার সম্প্রচার বন্ধের এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট

দেশের নিরাপত্তার জন্য হুমকি- এ কারণ দেখিয়ে ছয় মাস আগে চ্যালেনটির সম্প্রচার বন্ধের উদ্যাগ গ্রহণ করে ইসরাইল। আজ  মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলো।মন্ত্রিসভার প্রায় সব সদস্য  আল জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে ভোট দেন।

জেরুজালেম পোস্ট বলছে, গেলো বৃহস্পতিবার এ নিয়ে ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় ভোট হওয়ার কথা ছিলো। কিন্তু প্রস্তাবটি পাস নাও পারে এই আশঙ্কায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈঠক ডাকতে দেরি করে।

ইসরাইল ও হামাসের মাঝে বন্দি বিনিময় চুক্তির মধ্যস্তকারী হিসেবে কাজ করছে কাতার। ইসরাইলের সাথে কাতারের কূটনৈতিক সম্পর্কে যেন কোন নেতিবাচক প্রভাব না পড়ে- এসব বিবেচনায় নিয়ে চ্যানেলটি বন্ধের পদক্ষেপ নেয়ার জন্য কয়েক দিন দেরি করা হয়।

আজ ভোটাভুটির পরই ইসরাইলের যোগাযোগ বিষয়ক মন্ত্রী স্লোমো কার্হি নির্বাহী আদেশে স্বাক্ষর করে। একটি ভিডিও বার্তায় মন্ত্রী আল জাজিরারকে হামাসের একটি শাখা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে নেতানিয়াহু এক্সে এক পোস্টে জানায়, তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে- উসকানি প্রদানকারী  চ্যালেন আল জাজিরারর সম্প্রচার ইসরাইলে বন্ধ থাকবে।

এই পদক্ষেপের মধ্যে ইসরাইলে আল জাজিরার কার্যালয় বন্ধ, সম্প্রচার সরঞ্জাম বাজেয়াপ্ত, ক্যাবল ও স্যাটেলাইট কোম্পানিগুলো থেকে চ্যানেলটি বিচ্ছিন্ন এবং এর ওয়েবসাইট ব্লক করে দেওয়ার কাজও অন্তর্ভুক্ত থাকবে।

এনএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন