আবহাওয়া

খাগড়াছড়িতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

খাগড়াছড়ি জেলায় বজ্রপাতে এক দিনে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতদের সবাই স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৫ মে) এ ঘটনা ঘটে। এছাড়া বজ্রপাতে আহত আরও দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের মধ্যে জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গোরস্থান পাড়ার ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৩০) এবং তার ছেলে হানিফ মিয়া (০৮) রয়েছেন।

এ ঘটনায় তাদের আরেক ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

অন্যদিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের শশী কারবারি পাড়ার সুছেল বিকাশ ত্রিপুরার স্ত্রী সমিকা ত্রিপুরা (২৬) বজ্রপাতে মারা গেছেন। এ সময় তাদের দু’সন্তান অর্পণ ত্রিপুরা (০৩) এবং অহনা ত্রিপুরা (০৬) গুরুতর আহত হয়। এছাড়া রামগড় উপজেলায় গনজ মারমা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান গণমাধ্যমে বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সহায়তা দেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন