তাপমাত্রা কমে ঝড়-বৃষ্টি থাকবে আরও যতদিন
দীর্ঘ তাপপ্রবাহের পর রোববার (৫ মে) রাতে হওয়া শিলা বৃষ্টি আর ঝড়ে প্রকৃতি আজ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। এই ঝড়-বৃষ্টি আগামী ১২-১৩ মে পর্যন্ত চলমান থাকবে। আবার এক থেকে দেড় ঘণ্টা করে অব্যাহত থাকতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টিও। জানালো আবহাওয়া অফিস।
সোমবার (৬ মে) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান।
তিনি জানান, এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে।
মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, ১৫ মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। রোববার ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।
তিনি আরও বলেন, আবহাওয়া অফিসের সক্ষমতা বেড়েছে বলেই আবহাওয়ার পূর্বাভাস যথাযথ হচ্ছে। ঝড়বৃষ্টির সময় সকলকে সাবধানতা অবলম্বনেরও আহ্বান জানান তিনি।
টিআর/