২০০ নম্বরের পরীক্ষায় শিক্ষার্থী পেলো ২১২!
চতুর্থ শ্রেণীর এক ছাত্র ২০০ নম্বরের গণিত পরীক্ষায় পেয়েছে ২১২। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের দাহুদ জেলার খারাসানা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে। আর এ নজিরবিহীন ঘটনা নিয়ে গোটা ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। শিক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন করতে শুরু করেছে অনেকে। খবর- টাইমস অফ ইন্ডিয়া।
বংশিবেন মনীষভাই নামে চতুর্থ শ্রেণীর ওই ছাত্র ফলাফল হাতে পেয়ে দেখেন গুজরাটি ভাষায় ২০০ নম্বরের মধ্যে পেয়েছে ২১১ আর গণিতে ২০০ নম্বরের মধ্যে পেয়েছে ২১২।
ফলাফল পাওয়ার পরে বংশিবেন বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। এর পরে ঘটনাটি জেলায় ছড়িয়ে পড়ে।
পরে তদন্ত করে দেখা যায় ফলাফল একত্রীকরণের সময় ভুলের কারণে এই ঘটনা। ফলাফল সংশোধনের পরে ওই ছাত্র গুজরাটি ভাষায় ২০০ নম্বরের মধ্যে পায় ১৯১। আর গণিতে ২০০ নম্বরের মধ্যে পায় ১৯০।
অন্যান্য বিষয়ের নম্বরে কোন গড়মিল না পাওয়ায় ওই ছাত্র মোট ১০০০ নম্বরের মধ্যে পায় ৯৩৪।
এদিকে এ ঘটনায় কারো গাফিলতি আছে কি না তা খুঁজতে শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে এ রকম ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যেও কাজ করবে কমিটি।
এনএস/