আর্কাইভ থেকে জাতীয়

কাউন্সিলরের বিরুদ্ধে কোন অপরাধ প্রমাণিত হলে পদ থাকবে না: আতিক

কোনো কাউন্সিলরের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হলে তার পদ থাকবে না। বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের স্লুইচ গেট এলাকায় খিদির খালের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নতুন খালের উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। উত্তরা ১১ নম্বর সেক্টরের স্লুইচ গেট এলাকার ডানে ও বামে খিদির খাল থাকলেও মাঝখানের কানেক্টিভিটি নেই। এটি ভরাট করে সম্পূর্ণ অবৈধভাবে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে খালের স্বাভাবিক গতি নষ্ট করে দেয়া হয়েছিল। আপনাদের কাছে অনুরোধ এই কাজটি থেকে বিরত থাকুন, অন্যথায় আমাকে এভাবে উচ্ছেদ অভিযান চালাতে হবে জনগণের সাহায্য নিয়ে।

তিনি আরও বলেন, সরকারি সব সংস্থার কাছে আমার অনুরোধ থাকবে, কোনো কিছুর অনুমতি দেয়ার আগে সিএস ম্যাপ, আরএস ম্যাপ দেখুন, মহানগর জরিপ দেখুন তারপর চিন্তা-ভাবনা করবেন জায়গার বরাদ্দ দেয়া যাবে কি না।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন