আর্কাইভ থেকে ক্রিকেট

শনিবার প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ

শনিবার ভোররাত বাংলাদেশ সময় সকাল ৪টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। দলে পেসারদের আধিক্য দিয়ে নিউজিল্যান্ডকে প্রথমবারের মত হারানোর সেরা সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক তামিম ইকবাল। অপরদিকে নতুন পুরাতন মিশেলে গড়া একাদশের দিকে তাকিয়ে কিউই অধিনায়ক টম ল্যাথাম। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ইনজুরিতে ছিটকে যান নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর প্রথম ওয়ানডে থেকে ইনজুরির কারণে ছিটকে যান সর্বোচ্চ রান সংগ্রাহক রস টেলর।

ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। ম্যাচগুলো ইউটিউবে Rabbitholebd.com, জিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে। করোনা সতকর্তার মাঝেই সিরিজ জুড়ে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। 

অনুশীলনের পর দু’দলের অধিনায়ক তামিম ইকবাল ও টম ল্যাথাম ফটোসেশনে অংশ নেন। প্রথমবারের মত কিউইদের মাটিতে তাদের হারানোর প্রত্যাশা টাইগারদের। বিপরীতে শতভাগ জয়ের ধারা ধরে রাখতে চায় নিউজিল্যান্ড। ছুটিতে থাকায় সাকিবকে মিস করবে বাংলাদেশ। 
 
এস

এ সম্পর্কিত আরও পড়ুন