প্রজন্মের সেরা ব্যাটার কোহলি, মন্তব্য যুবরাজের
ভিরাট কোহলিকে দারুণ প্রশংসায় ভাসালেন যুবরাজ সিং। কোহলি এমন একজন, যাকে প্রশংসা করার সুযোগ সবাই পায়। এই যুগের সেরা ব্যাটার হিসেবে কোহলিকে চিহ্নিত করলেন যুবরাজ। ভারতের এই সাবেক ব্যাটারের ঝুলিতেও আছে চমৎকার সব অর্জন। কোহলির সাথে সতীর্থ হিসেবে খেলেছেন একসাথে।
আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ এ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন কোহলি। সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় দল। দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আসন্ন বিশ্বকাপেও রাঙাতে চাইবেন এই তারকা ব্যাটার।
সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে এই সংস্করণে কোহলির ষষ্ঠ বিশ্বকাপ। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো তিনি ২০ ওভারের বিশ্বকাপে অংশ নেন। কোহলির ঝুলিতে ২০১১ ওডিআই বিশ্বকাপের মেডেল। কিন্তু এরপর আর কোনো বিশ্বকাপ জয়ের সুযোগ হয়নি ভারতের, কোহলিরও।
সাবেক ব্যাটার যুবরাজ মনে করছেন, "সে অবশ্যই এই যুগের সব রেকর্ড ভেঙে ফেলবে।"
তিনি আরও যোগ করেন, "এই প্রজন্মের সেরা ব্যাটার, আমি মনে করি, সব সংস্করণেই। এবং আমি এটাও মনে করি যার একটি বিশ্বকাপ মেডেল দরকার। তার একটি আছে। আমি নিশ্চিত সে একটি দিয়ে সন্তুষ্ট নয়।"
এম/এইচ