নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু
পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে নদীর পানিতে ডুবে নজরুল (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা বেলা ১২টায় ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করে । মৃত পাথর শ্রমিক নজরুল কাজিপাড়া এলাকার সাকোয়াত আলীর ছেলে।
আজ সোমবার (১ আগস্ট) সকালে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেন। মিলন র্মাকেট এলাকায় চাওয়ায় নদীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নজরুল সোমবার সকালে পাথর তুলতে যায় নদীতে। একসময় নদীর অপর প্রান্তে থাকা তার সহকর্মী শ্রমিকদের কাছে নদী পার হয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় হঠাৎ নদীর গভিরে গেলে পানিতে তলিয়ে যান তিনি। এদিকে অন্যান্য শ্রমিকেরা তাকে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা পর চাওয়ায় নদীর দেড় কিলোমিটার দূরে নদীর কিনারে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।