টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক সৈকত
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত।
আজ সোমবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের পাশাপাশি দুঃসংবাদ পায় বাংলাদেশ দল। অষ্টম অধিনায়ক হিসেবে সদ্য টি-টোয়েন্টি দলের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান নিজের প্রথম জয়ের দিনই আঙুলের চোটে সফর থেকে ছিটকে পড়েন। এতে প্রশ্ন উঠেছিল সোহানের অনুপস্থিতিতে শেষ টি-টোয়েন্টিতে দলকে কে নেতৃত্ব দিবেন?
এই নিয়ে আলোচনার কমতি ছিল না। সব আলোচনাকে ছাপিয়ে অবশেষে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই এই অলরাউন্ডারের।
মঙ্গলবার (২ জুলাই) হারারেতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের নবম টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে টস করবেন মোসাদ্দেক।