আর্কাইভ থেকে বাংলাদেশ

এক কোটি পরিবার পাচ্ছে টিসিবি ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকিমূল্যে এক কোটি পরিবারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেয়া হবে। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপ মুনশি।

আজ মঙ্গলবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবির কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে।

টিসিবি থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাবে ১১০ টাকায়, চিনি ৫৫ টাকা কেজি, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা।

এসময় তিনি আরও বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ড দেয়ার কাজ শেষ না হওয়ায় এর আগে গেলো মে মাসে পণ্য বিক্রির ঘোষণা দিয়েও তা স্থগিত করা হয়েছিল। 

সবশেষ টিসিবির সেই পণ্য বিক্রির কার্যক্রম আবারো শুরু হলো। পুরো আগস্ট মাস জুড়ে সারাদেশে এ কার্যক্রম চলবে।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন