আর্কাইভ থেকে বাংলাদেশ

উজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি

লালমনিরহাটে উজানের ঢলে কিছুটা বেড়েছে তিস্তা নদীর পানি।

আজ মঙ্গলবার (২ আগষ্ট) সকাল ছয়টায় বিপদসীমার সামান্য উপরে পানি প্রবাহিত হচ্ছে।

তিস্তা ব্যারেজের পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক জানান, সোমবার রাত থেকে পানি কিছুটা বাড়তে থাকে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদ দৌলা বলেন,উজানের ঢলে তিস্তার পানি ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজানের ঢলের গতি কমে যাওয়ায় দুপুর নাগাদ পানি কমে যেতে পারে বলে জানায় ব্যারেজ কন্ট্রোল রুম।

এ সম্পর্কিত আরও পড়ুন