অনুমতি ছাড়া তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার
কোনো প্রকার ঘোষণা ছাড়াই ভোজ্যতেলের দাম বেড়েছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। তবে ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনও সম্মতি নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকে এ তথ্য জানান তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আধা ঘণ্টা আগে জেনেছি ব্যবসায়ীরা তেলের দাম বাড়িয়েছে। এর কোনো আইনি ভিত্তি নেই। বাণিজ্য মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে কি করা যায়।
তিনি বলেন, বাজারজাতকারীরা যে দামে আজকে তেল বিক্রি করছে তার থেকে ২০ টাকা কমে বাণিজ্য মন্ত্রণালয় তেল কিনতে পারছে। ২০ টাকা বাড়তি দামে তেল বিক্রি যৌক্তিক নয়।
তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেবে এ বিষয়ে। আইনগত যা ব্যবস্থা আছে নেয়া হবে। এর আগেও তারা দাম বাড়িয়েছিল। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এতে একমত পোষণ না করায় দাম বাড়েনি।
উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে সেটি নিয়ে আলোচনা হতে পারে। সরকার সরবরাহ বিঘ্নিত করতে চায় না। তবে অযৌক্তিক কিছু মানবে না বাণিজ্য মন্ত্রণালয়।
রমজানকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের ভালো প্রস্তুতি আছে উল্লেখ করে তিনি বলেন, আমদানির জন্য গতবারের চেয়েও এবার বেশি ঋণপত্র খোলা হয়েছে।
প্রসঙ্গত, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৮৯ টাকা থেকে ৯ টাকা দাম বাড়িয়ে ব্যবসায়ীরা ১৯৮ টাকা বিক্রি করছে। যদিও মঙ্গলবারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে লিটারে ১৭৯ টাকা দামে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির জন্য ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনেছে।
এমএ//