অর্থনীতি

আওয়ামী লীগ সরকারের অযাচিত প্রকল্পের জন্য টাকার অবমূল্যায়ন হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন,কর্ণফুলি টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে- এতে টাকার অবমূল্যায়ন হয়েছে। আইএমএফের কাছ থেকে বড় ঋণ নিতে হয়েছে, এসবের প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে বা দামে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন

উপদেষ্টা বলেন,  ২০০৮ সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন আন্তর্জাতিক দেনা ছিল ২ লাখ কোটি টাকা। সেটা এ বছর এসে উপনীত হয়েছে ২৩ লাখ কোটি টাকার উপরে। এই যে সামগ্রিক দায়, এর জন্য টাকার যে মূল্যমান কমেছে, সেটা ৪৬ ভাগ।  বিনিয়োগ হতে হবে, ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে হবে। বিগত সময়ে ঋণভিত্তিক যে ব্যয়গুলো করা হয়েছে তা  আয়ের উদ্বৃত্ত তৈরি করতে পারেনি।

তিনি বলেন, আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করেছেনবিশ্লেষণ করে তারা এ সিদ্ধান্তে এসেছেন যে গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজার আরও ভালো হবে। গত বছরের তুলনায় এ বছরের রমজানের বাজারে আরও বেশি স্থিতি থাকবে বলে তাদের বিশ্বাস।

তিনি আরও বলেন, আজকের সভায় ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন, রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না, বরং কিছু কিছু পণ্যের দাম আরও কমবে।

শেখ বশিরউদ্দীন বলেন, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছেগতবছরের চেয়ে এবার রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন