আর্কাইভ থেকে বাংলাদেশ

আলিয়ার অনুপ্রেরণা কারিনা

অন্তঃসত্ত্বা অবস্থায় কারিনা থেকে অনুষ্কা চুটিয়ে কাজ করেছেন তারা। তা সে শ্যুটিং ফ্লোরই হোক কিংবা র‌্যাম্পের মঞ্চ। দাপিয়ে বেড়িয়েছেন এ নায়িকারা। এবার সেই একই পথে হাঁটছেন আলিয়াও। 

প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। এর মধ্যেই বিদেশে প্রথম হলিউড ছবির শ্যুটিং শেষে ফিরেছেন। এরপরই তার প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’-এর প্রচার নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। কখনও দিল্লি, তো কখনও অন্য শহর। মা হচ্ছেন তো কী! বিন্দুমাত্র বিশ্রামের প্রয়োজন বোধ করছেন না তিনি।

এক দিকে ব্যক্তিগত জীবনে এত পরিবর্তন, সঙ্গে কাজের চাপ। আলিয়া এক কথায় মধ্যগগনে। 
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ভারতীয় এক গণমাধ্যমে বলেছেন, “'লাল সিংহ চাড্ডা'র শ্যুটিং চলাকালীন আমিও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আলিয়াও তাই করছে। আসলে এ সব কিছুই নির্ভর করে ব্যক্তি নির্বিশেষে। প্রথাগত ধারণা ভেঙে নতুন চ্যালেঞ্জ নেয়াই তো উচিত।”

২০২২-এর প্রথম থেকেই আলোচনার শীর্ষে আছেন আলিয়া ভাট। সেটা ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-তে নায়িকার অসাধারণ অভিনয়ই হোক, কিংবা রাণবীর কাপুরের সঙ্গে বিয়ে। একের পর এক চমক পেয়েই চলেছেন নায়িকার অনুরাগীরা। এখন আপাতত কাপুর পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষা।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন