কুড়িগ্রামে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রামে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ বুধবার শহরের ত্রিমোহণীস্থ সালিডারিটি টাওয়ার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিভিল সার্জন ডা. লুৎফর রহমান।
এসময় স্থানীয় বেসরকারি সংগঠন সলিডারিটির নির্বাহী পরিচালক এসএম হারুন অর রশীদ লাল’র সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম’র সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা, লুৎফর রহমান, প্রশিক্ষণের ফেসিলিটেটর প্রথম আলো’র স্বাস্থ্য বিষয়ক রিপোর্টার শিশির সিক্ত মোড়ল, বাংলাদেশ হেলফ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
অর্ধদিনব্যাপী প্রশিক্ষণে কুড়িগ্রাম এবং উলিপুর উপজেলা থেকে ২৫জন সংবাদকর্মী অংশগ্রহন করেন। প্রশিক্ষণে স্বাস্থ্য সম্পর্কে, কুড়িগ্রাম জেলার স্বাস্থ্য পরিস্থিতি এবং স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন কিভাবে তৈরী করা যায় তার উপর দিক নির্দেশনামূলক আলোচনা করেন সাংবাদিক ও স্বাস্থ্য বিষয়ক রিসোর্স পারসন প্রথম আলোর শিশরি সিক্ত মোড়ল। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় ও স্থানীয় বেসরকারি এনজিও সলিডারিটি কুড়িগ্রাম সদর উপজেলায় অবস্থিত জেলা স্বাস্থ্য বিভাগ ও উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সমতা, জবাবদিহিতা ও অংশহগ্রহন বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করছে।