কুড়িগ্রামে নেমেছে তাপমাত্রা, সন্ধ্যার পরই বাড়ছে শীতের দাপট
কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রভাব। প্রতিদিনই ভোরের দিকে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে। আজ রোববার (০৭ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তর দিকের ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীত অনেকটাই বেশি অনুভূত হচ্ছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবহাওয়া কিছুটা উষ্ণ হয়ে ওঠে।
সবচেয়ে বেশি ভুগছেন চরাঞ্চলের মানুষ। খোলা ও নিচু এলাকার কারণে সেখানে ঠান্ডার প্রভাব আরও জোরালো।
শীতের তীব্রতায় সন্ধ্যার পর থেকে গ্রামীণ হাটবাজার ও রাস্তা-ঘাটে মানুষের চলাচলও কমে যাচ্ছে।
রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সন্ধ্যা নামলেই তাপমাত্রা দ্রুত নিচে নামতে থাকে। আজ সকালে তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে গড়ে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকছে বলেও জানিয়েছেন তিনি।
এমএ//