আর্কাইভ থেকে বাংলাদেশ

পুকুরে লুকানো ছিল ফেনসিডিল, শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে পুকুরের মাঝখানে লুকানো অবস্থায় ৭৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাব। গেলো বুধবার (০৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। তিনি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার জিয়ারপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন কালু (৩০)।

আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে ।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিয়ারপুর গ্রামের  এত্তাজ আলীর পুকুর থেকে এসব ফেনসিডিল উদ্বার করে র‍্যাব।  কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপঅধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিয়ারপুর গ্রামে পানির নিচে বাঁশে বেঁধে রাখা ৭৪৫ বোতল ফেনসিডিল ছাড়াও মাদক ব্যবসায়ীর কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রয়ের উদ্দেশ্যে অভিনব কায়দায় পুকুরের মধ্যে বাঁশের সঙ্গে বেঁধে সংরক্ষণ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন