টাঙ্গাইলে বাসে ধর্ষণের আলামত মিলেছে : চিকিৎসক
টাঙ্গাইলে বাসে ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে। তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বললেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডাক্তার রেহেনা পারভীন।
আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তার সভাকক্ষে সংবাদ সম্মেলনে জানান, ঘটনার মূল হোতা চালক রাজা মিয়াকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে চুরি করা তিনটি মোবাইল তার ঘর থেকে উদ্ধার করা হয়।
রাজা মিয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। সে পেশায় টাঙ্গাইলের ঝটিকা পরিবহনের চালক।
ক্রান্তি/